• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পথশিশুর গায়ে আগুন : জড়িতদের গ্রেফতারের নির্দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী এক পথশিশুর গায়ে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ আদেশ পালন করতে বলা হয়েছে। এছাড়া পথশিশুদের মধ্যে কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে ৪০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে বলেছেন আদালত। এক আইনজীবীর করা আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জমান। পরে তিনি নিজেই সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আদালতে আবেদন জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী পথশিশু সেলিমের গায়ে আগুন দেয়া হয়। মাথা বাদে শিশুটির শরীরের নীচের অংশ আগুনে পুড়ে গেছে। শিশুটি শুধু নিজের নাম বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির কোনো ঠিকানা জানাতে পারেনি।

ভুক্তভোগী শিশুটি নিজের নাম সেলিম বললেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যারা নিয়ে গিয়েছেন তারা শিশুটিকে শাহীন নামে নিবন্ধন করিয়েছেন। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, আগুনে পোড়া শিশুটির দেহের ২৭ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ