• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অবৈধ স্থাপনা উচ্ছেদে গুলশানে ভ্রাম্যমাণ আদালত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ।

রোববার দুপুরে গুলশানের ১১৬, ১১৮, ১২১ ও ১২২ নম্বর সড়কে ডিএনসিসির মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মীর নাহিদ আহসান জানান, ভ্রাম্যমাণ আদালত ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা এবং বায়ু দূষণ করার অপরাধে বেঙ্গল রিয়েল এস্টেটকে ৫০ হাজার টাকা এবং আমিন মোহাম্মদ গ্রুপকে ৪৫ হাজার টাকা জরিমানা করে।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ