• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পরীমনিকে যৌন হয়রানি: নারাজির আদেশ ১৩ ডিসেম্বর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৯  এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তিনি এ নারাজি দেন। তবে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

এদিন এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এজন্য পরীমনি আদালতে উপস্থিত হয়ে আদালতে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। অপর দিকে নাসির ও অমি আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

এ সময় পরিমনির আইনজীবী নীলাঞ্জানা রিফাত জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা জামিনের পর পরীমনিকে ভয়ভীতি দেখিয়েছে। আমরা আসামি নাসির ও অমির জামিন বাতিলের আবেদন করছি। এছাড়া মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজ কয়েকজনের সাক্ষী তদন্তে উঠে আসেনি। তাই আমরা চার্জশিটের ওপর নারাজি দিয়েছি।

অন্যদিকে নাসির ও অমির জামিন শুনানিতে তার আইনজীবীরা বলেন, জামিনের কোন শর্তভঙ্গ করেনি তারা। তাই তাদের জামিন আবেদন করছি। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন আদালতে এ অভিযোগ পত্র জমা দেন। এ মামলার অপর আসামি শহিদুল আলম পলাতক রয়েছে। এর আগে, ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ