• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

জাপান থেকে আসা সেই দুই শিশুকে নিয়ে আপিলের আদেশ ১৩ ফেব্রুয়ারি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২  

জাপান থেকে আসা সেই দুই শিশুর জিম্মা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি) ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আদেশের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে শিশুদের মায়ের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক।  

গত বছর ১৯ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাই কোর্টে রিট করেন স্ত্রী জাপানি নারী এরিকো। রিটের দীর্ঘ শুনানি শেষে ২১ নভেম্বর রায় দেয় হাই কোর্ট। রায়ে দুই কন্যাকে বাবার কাছে রেখে মাকে বছরে তিনবার ১০ দিন করে দেখা করার সুযোগ দেওয়া হয়। জাপান থেকে বাংলাদেশে আসা এবং থাকাসহ এই সময়ের যাবতীয় খরচ বাবাকে বহন করতে বলা হয় রায়ে। হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মা এরিকো। ওই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দেয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ