• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অনুপস্থিত ১৮ হাজার ৩৯৩ শিক্ষার্থী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৫ হাজার ২২ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি বা নিতে পারেননি।

এর মধ্যে আট সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ হাজার ৯৯১ জন এবং মাদরাসা বোর্ডে দুই হাজার ৪০১ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কেউ অনুপস্থিত ছিলেন না। ডিআইবিএসের (ঢাকা) একজন অনুপস্থিত ছিলেন।

 

মাদরাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত দুই হাজার ৪০১ শিক্ষার্থীর মধ্যে ছাত্র এক হাজার ২২৫ জন এবং ছাত্রী এক হাজার ১৭৬ জন।

আট শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষর্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে মোট চার হাজার ৭০৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছাত্র দুই হাজার ৬৯৪ জন এবং ছাত্রী দুই হাজার ১২ জন।

সবচেয়ে কম অনুপস্থিত সিলেট বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী ৬৪৭ জনের মধ্যে ছাত্র ৩০২ জন এবং ছাত্রী ৩৪৫ জন।

রাজশাহী বোর্ডে দুই হাজার ৪৬২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্র এক হাজার ৪৩৫ জন এবং ছাত্রী এক হাজার ২৭ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ৯২০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬৩ জন এবং ছাত্রী ৪৫৭ জন।

যশোর শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত দুই হাজার ৮৯২ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ৬৬৪ জন এবং ছাত্রী এক হাজার ২২৮ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্র ৪৪৬ ছাত্র এবং ছাত্রী ৪২৪ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে এক হাজার ৪৩০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্র ৮৩৯ জন এবং ছাত্রী ৫৯১ জন।

দিনাজপুর বোর্ডে অনুপস্থিত দুই হাজার ৬৪ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ২১৯ জন এবং ছাত্রী ৮৪৫ জন।

অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৮ হাজার ৪৫৭ জন। এর মধ্যে আট সাধারণ শিক্ষা বোর্ডের তিন লাখ ১৬ হাজার ৯৭৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে নয় হাজার ৮৫৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৬০৫ জন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের ও জিপিএ-৫ পাওয়ার গড় হার বেড়েছে। এ বছর পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর পাসের গড় হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।

এ বছর জিপিএ- ৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। গত বছর পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ- ৫ বেশি পেয়েছেন ১৮ হাজার ৩২৪ শিক্ষার্থী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ