• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএসের ভর্তি পরীক্ষা চলছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। ১৯ কেন্দ্রের ৫৫ ভেন্যুতে এক লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

এর আগে পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসার জন্য নির্দেশনা দেয় ডিএমপি। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছিলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কেন্দ্রগুলোতে অক্সিজেন সিলিন্ডার সুবিধাসহ আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা নকলমুক্ত রাখতে পরীক্ষা কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। থাকছে ভ্রাম্যমাণ আদালতও।

এ বছর এক লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছে। এ হিসাবে চলতি বছর আসন প্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে অংশগ্রহণ করছে ৪৭ হাজার শিক্ষার্থী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ