• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুই মেয়ের সঙ্গে প্রথমবার মঞ্চে এ আর রহমান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

সুরের এক বিস্ময়কর জাদুকরের নাম এ আর রহমান। যিনি নিজের সুরের যাদু দিয়ে জয় করেছেন সারা বিশ্ব। জয় করেছেন অস্কারের মত সন্মানীয় পুরস্কার। এবার তারই দেখানো পথে চলতে শুরু করলেন তার দুই মেয়ে খাতিজা এবং রহিমা।

পূর্ব ঘোষণা ছিলো, প্রথমবারের মত এ আর রহমানের দুই মেয়ে একসঙ্গে গলা মেলাতে যাচ্ছেন একটি তামিল গানে। যা মুক্তি পাবে ‘অহিমসা’ টাইটেলে। গানটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমানের ইউ২ এবং এআরআর।

বিষয়টিতে ভীষণ গর্বিত হয়ে বাবা এ আর রহমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে দুই মেয়ের গানের বিষয়ে জানান। লিখেন, মুক্তি পেতে যাচ্ছে আমার মেয়ে খাতিজা ও রহিমার গাওয়া গান ‘অহিমসা’।

কিন্তু তার আগেই রবিবার (১৫ ডিসেম্বর) মুম্বাইয়ে এক মঞ্চে প্রথমবারের মতো এ রহমানের সঙ্গে গাইতে দেখা গেছে তার দুই মেয়েকেও।

সেসময় ইউ-২ তে মেয়ে খাতিজা ও রহিমার গাওয়া গানটি এ আর রহমান নিজেই উদ্বোধন করেন। যার মাধ্যমে প্রথমবারের মত একই মঞ্চে দেখা গেল বাবা ও তার দুই মেয়েকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ