• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অক্ষয়ের ছোট্ট ভুলে বিশাল হাঙ্গামা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

বহুল আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় ভারতজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। সম্প্রতি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদমুখর হয়ে রাস্তায় নেমে আসে।

শিক্ষার্থীদের প্রতিবাদে বাধা দেয় পুলিশ। পরবর্তী সময়ে তাদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়। অনেকে পুলিশের এই কাজ সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তেমন একটি ভিডিও পোস্টে ‘লাইক’ দিয়ে তোপের মুখে পড়েছেন অভিনেতা অক্ষয় কুমার। 

যদিও পরবর্তী সময়ে এর কারণ ব্যাখ্যা করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্ষয় লেখেন, জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের ভিডিওতে ‘লাইক’ প্রসঙ্গে বলছি— এটি ভুলে হয়েছে। আমি স্ক্রলিং করছিলাম হঠাৎ চাপ পড়েছে। যখন আমি বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে আনলাইক করে দেই। আমি কোনোভাবেই এ ধরনের বিষয়কে সমর্থন করি না।

অক্ষয়ের এই টুইটটি রিটুইট করে একজন ক্যাপশনে লিখেছেন, ‘অক্ষয় স্যারের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। মেরুদণ্ড ছাড়া মার্শাল আর্ট ট্রেনিং সত্যিই খুবই কঠিন।’

এদিকে এই টুইটটি অন্য একজন পোস্ট করে নির্মাতা অনুরাগ কাশ্যপকে ট্যাগ করেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অক্ষয় কুমার প্রসঙ্গে এই কথাটিই অনুরাগ বলতে চান।’ বিষয়টি অনুরাগের নজরে পড়ে। পরবর্তী সময়ে তিনি রিটুইট করে সমর্থন দিয়ে লেখেন, ‘একেবারে’। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ