• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে চাকরি খোয়ালেন অভিনেতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

ভারতের বহুল আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশটিতে চলছে প্রতিবাদ। গত রোববার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করে। এই সময় তাদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। এছাড়া কাঁদানি গ্যাস ও গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে বলে অনেক শিক্ষার্থী দাবি করেছেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশের এই আচরণের প্রতিবাদ জানাচ্ছেন দেশটির বিভিন্ন স্তরের মানুষ। অনেক তারকাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এর মধ্যে একজন অভিনেতা সুশান্ত সিং। শুধু তাই নয়, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করায় চাকরি খোয়াতে হয়েছে তাকে।

২০১১ সাল থেকে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের উপস্থাপনা করে আসছেন সুশান্ত। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সাবধান ইন্ডিয়ার সঙ্গে আমার যাত্রা শেষ হলো।’ তার এই টুইটে একজন মন্তব্য করেন, ‘সত্য বলায় অনেক বড় মূল্য দিতে হলো।’ এর উত্তরে সুশান্ত লিখেন, ‘খুবই ছোট মূল্য বন্ধু। তা না হলে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে মুখ দেখাব কি করে?’

রাজকুমার সান্তোষী দ্য লিজেন্ড অব ভগৎ সিং সিনেমায় ভারতের স্বাধীনতা আন্দোলনকারী সুখদেবের চরিত্রে অভিনয় করেন সুশান্ত। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আরো ছিলেন অজয় দেবগন। তিনি ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করেন।

‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানটি প্রচার হয় স্টার ভারত চ্যালেনে। সুশান্তের পরিবর্তে আশুতোষ রানাকে নেয়া হবে বলে জানা গেছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেননি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ