• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে স্পর্শিয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

নজরকাড়া গ্ল্যামার নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চিতা স্পর্শিয়া। ছোট পর্দা দাপিয়ে কাজ করেছেন বড় পর্দাতেও। সেখানেও হয়েছেন প্রশংসিত। মডেল, অভিনেত্রীর বাইরেও হাজির হয়েছেন উপস্থাপক হিসেবে। শোবিজের সব অঙ্গনেই রেখেছেন নিজের কৃতিত্বের ছাপ।

সম্প্রতি নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। ভালোবাসার গল্প নির্মিত এই চলচ্চিত্রের নাম ‘ডোনার’। এটি পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। স্পর্শিয়ার সঙ্গে এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান।

ময়মনসিংহ শহর ও শহরতলির বিভিন্ন স্থানে এরইমধ্যে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে হইচই’য়ে প্রকাশ করা হবে চলচ্চিত্রটি।

স্পর্শিয়া বলেন, ‘এ পরিচালকের সঙ্গে সিনেমা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অন্য মাপের একজন নির্মাতা তিনি। যে স্বল্পদৈর্ঘ্যের কাজটি করছি, সেটা অনেকটা সিনেমার আদলেই তৈরি হচ্ছে।’

অনন্য মামুন পরিচালিত আবার বসন্ত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে স্পর্শিয়ার। এছাড়াও এই মূহুর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি চলচ্চিত্র। একটি নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ এবং অন্যটি নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ