• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঋতুপর্ণা, পাওলিকে পেছনে ফেলে শীর্ষে কেবল জয়া!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

৪৭ অথবা ৩৭ বছর সংখ্যা যাই হোক না কেন, জয়া আহসান এই মুহূর্তে দুই বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ। শোবিজ জগতে লম্বা ইনিংস খেলতে মাঠে নেমেছেন তিনি। শুধু একের পর এক ছবি করা নয়। প্রত্যেক ছবিতে বক্স অফিসের সাফল্যকে সুনিশ্চিত করেছেন জয়া।
 
২০১৯এ রিলিজ করেছে তার তিনটি ছবি। বক্স অফিসে সাফল্যের নিরিখে ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’— তিনটিই সুপারহিট। শুধু এ বছরই নয়। ইতিমধ্যেই জয়া সাজিয়ে নিয়েছেন পরের বছরের বাছাই করা ছবির লম্বা তালিকা।
 
এদিকে জয়া শুধু সিনে ইন্ডাস্ট্রি নয়। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও জয়া চ্যাম্পিয়ন। ইনস্টায় তার ফলোয়ার বারো লাখ। ঋতুপর্ণার এক লক্ষ আটানব্বই হাজার। পাওলির পাঁচ লাখ আট হাজার। স্বস্তিকা সাত লাখ সাত হাজার।
 
বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি চাইছে ডিজাইনার অ্যাক্টর। জয়ার পরিণত মুখ, সঙ্গে গ্ল্যামার আর ট্যালেন্টের প্যাকেজ। নায়িকা চরিত্রের গড়পড়তা ধারা থেকে বেরিয়ে জয়া চরিত্রনির্ভর অভিনয়ের রাস্তা ধরেছেন। পরিচালকেরা চরিত্রের খাতিরে তাই বারবার জয়াকেই বেছে নিচ্ছেন।
 
তথাকথিত বাণিজ্যিক ধারার বাহিরে নিজেকে এভাবে প্রতিষ্ঠিত করার প্রসঙ্গে জয়া বলেন, আমি চাইলে সুন্দর সেজে গাছের তলায় দাঁড়িয়ে বহু ছবি করতে পারতাম। করিনি। তার জন্য টাকার লোভ, খ্যাতির লোভ সংবরণ করেছি। চেয়েছিলাম ‘আনকনভেনশনাল’ কিছু করতে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ