• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যেসব হলে চলছে আসিফের প্রথম ছবি ‘গহীনের গান’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

আজ (২০ ডিসেম্বর) দেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত প্রথম চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। ব্যতিক্রমধর্মী এই চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

৯টি গানের সমন্বয়ে গড়া ‘গহীনের গান’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ প্রমুখ। 

সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। এটি প্রযোজনা করেছে বাংলাঢোল।

‘গহীনের গান’র বেশির ভাগ গানই লিখেছেন, সুর ও সংগীত করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে।

যেসব সিনেমা হলে দেখা যাবে ‘গহীনের গান’

ঢাকার যমুনা ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী, মধুমিতা ও গীত। এছাড়া নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), চন্দ্রিমা (সাভার), শাপলা (রংপুর), চিত্রালী (খুলনা), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ) ও রুপকথা (পাবনা) সিনেমা হলে চলচ্চিত্রটি দেখা যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ