• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভালো বাজেট পেলে অন্যরাও শাকিবের মতো ভালো করতে পারত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

চিত্রনায়িকা কেয়া। ২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে ‘কঠিন বাস্তব’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক তার। ২০০৩ সালে তিনি ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রে অভিনয় করেন, যা দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'ব্ল্যাকমানি' মুক্তি পায়। এরপর চার বছরের বিরতি। বিরতির পর ‘ইয়েস ম্যাডাম' চলচ্চিত্রের মাধ্যমে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। এই ছবির শুটিংয়েই কথা হয় কেয়ার সঙ্গে-

২০১৫ সালে আপনার সর্বশেষ ছবি ‘ব্ল্যাকমানি’। এরপর আর সিনেমায় দেখা যায়নি-

আসলে এত দিনের গ্যাপের কারণটা বলতে তেমন ইচ্ছে করে না। তবে সবাই এই বিরতির কারণ জানতে চাইছেন। মূলত পারিবারিক কারণেই বিরতি। আমার মা অসুস্থ ছিলেন। তাকে সময় দিতে হয়েছে। এছাড়া ছবিতে যে অভিনয় করব তেমন ভালো ছবির প্রস্তাবও পাইনি। যেগুলোর প্রস্তাব পেয়েছি সেগুলো অভিনয় করার মতো ছিল না। 

‘ইয়েস ম্যাডাম’ দিয়ে আবার সিনেমায় ফিরছেন। এটা কী আপনার প্রত্যাশা পূরণ করার মতো ছবি?

রকিবুল ইসলাম রকিব ভাই পরিচালনা করছেন ছবিটি।  এতে যে চরিত্রটিতে আমি অভিনয় করছি সেটি আমার ভালো লাগার চরিত্র। তাই অভিনয় করা। ছবির গল্পও চমৎকার। 

এখন তো সিনেমার বাজার খুব একটা ভালো নয়। এই সময় ফিরে কি ভালো কিছু হবে?

সিনেমার বাজার নেই- এটা কিন্তু আমাদের দোষেই। কারণ আমরা দর্শকদের জন্য ভালো হল তৈরি করতে পারিনি। দর্শকরা যেমন হল চায় আমরা তেমন হল দিতে পারছি না। আমরা যখন সিনেমায় শুটিং শুরু করি তখন অনেক হল ছিল। এখন তার অর্ধেকও নেই। হল কমে একেবারে নাই হয়ে যাওয়ার মতো অবস্থা! আমরা ভালো হল দিই, ভালো সিনেমা দিই- দেখবেন সিনেমার বাজার ঠিকই ভালো হয়ে যাবে।  

শিপনের সঙ্গে কাজ করছেন। সেতো আপনার অনেক জুনিয়র। তার সঙ্গে কাজ করতে কেমন লাগছে?

শিপনের আগের কাজ দেখেছি। তার সঙ্গে অনেক আগে একটা গানে কাজ করার কথা ছিল; কিন্তু করা হয়নি। এখন সিনেমা করছি। তার সঙ্গে কাজ করে ভালোই লাগছে।

শাকিব খানের সঙ্গেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন। শাকিব এখন ইন্ডাষ্ট্রির শীর্ষ নায়ক। তার সঙ্গে কি আবার কাজ করতে চান?

অনেক ছবিই শাকিব খানের সঙ্গে করেছি। একটা সময় আমি আর শাকিব সেরা জুটি হয়েছিলাম। দেশের একটি গণমাধ্যমের জরিপে এটা উঠে এসেছিল। সুযোগ পেলে আবারও শাকিবের সঙ্গে কাজ করব। এখানে একটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে,  শাকিব খানের ছবিগুলোর জন্য বাজেট বেশি থাকে। আয়োজনও বেশি থাকে। তার ছবির মতো অন্য নায়কনায়িকাদের ছবির বাজেট ও আয়োজন বেশি থাকলে তারাও ভালো করতে পারবেন।

তার মানে বলছেন, বড় বাজেটের ছবি পেলে অন্য নায়করাও ভালো করতে পারতেন?

অবশ্যই। শাকিব খানের ছবিতে যেমন বাজেট থাকে, অন্যদের ছবির বেলায় কিন্তু সে বাজেট থাকে না। এখন যারা কাজ করছেন এবং নতুন নায়ক নায়িকা যারা আসছেন তারা যদি শাকিব খানের মতো বড় বাজেটের ছবি পেতেন তাহলে তারাও ভালো কিছু করতে পারতেন। আমি মনে করি তাদের জন্যও জায়গা করে দেওয়া উচিত। 

সম্প্রতি শাকিব খানের 'বীর' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সেটি নিয়ে নানা কথা হচ্ছে, আপনার মন্তব্য কী?

শাকিব মানেই তো ব্যতিক্রম কিছু থাকে। ‘বীর’ ছবির প্রথম লুকও ব্যতিক্রম। কে বা কারা সমালোচনা করছেন জানিনা, তবে আমার ভালো লেগেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ