• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আমেরিকার সাধারণ মানুষও একটা ডিম কিনতে ভয় পায়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩  

প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে। দ্রব্যমূল্যের এমন বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে জনজীবন। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের পাশাপাশি অনেক শোবিজ তারকাই কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।

এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, আসলে এসব কিছুর মূলে ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ ইউক্রেনে হচ্ছে না, হচ্ছে আমাদের বুকে। আমাদের বুক থেকে রক্ত ঝরছে। আজ ডলারের দাম কত দেখেছেন? আমাদের দেশের জিনিসপত্রের দাম বাড়ার একমাত্র কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এখন হাহাকার। এখন আমেরিকার সাধারণ মানুষও একটা ডিম কিনতে ভয় পায়। বিশ্বের উন্নত দেশ সেটা, কিন্তু সেখানেও ফুড কস্ট বেড়ে গেছে ৩২ পার্সেন্ট।

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা তুলে ধরে জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, বিশ্বের উন্নত দেশটিতে হোমলেস (আশ্রহীন, গৃহহীন) মানুষের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার। তাহলে চিন্তা করেন আমাদের দেশের অবস্থা কেমন হবে। এই জিনিসপত্রের দাম বাড়ছে এসব মূল কারণ ডলারের দাম বাড়ছে।

সবশেষে অনন্ত জলিল বলেন, আমরা আমদানি-রপ্তানির ব্যবসা করি, আমাদের কাঁচামাল আমদানি করতে জীবন চলে যাচ্ছে। তারমধ্যে শ্রমিকদের দিকটা দেখতে হচ্ছে। জানি না আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, অনন্ত জলিল শেষ করেছেন তার নতুন সিনেমা ‘নেত্রী, দ্য লিডার’র কাজ। এতে আফিয়া নুসরাত বর্ষাকে নেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ