• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিস্তায় ধরা পড়লো ৪ মণ ওজনের শুশুক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে এক জেলের জালে ধরা পড়লো ৪ মণ ওজনের স্তন্যপায়ী প্রাণী শুশুক। এটি দেখতে ছুটে যান শত শত মানুষ। তবে পানি থেকে ডাঙায় নেওয়ার পর শুশুকটি মারা যায়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাউনিয়ায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়ে শুশুকটি। 

স্থানীয় জেলে জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনজন তিস্তা নদীর চরগনাই এলাকায় মাছ ধরতে যান। এ সময় নদীতে বিশাল আকৃতির একটি মাছ আটকা পড়ে জালে। ঘণ্টাখানেক পর নদী থেকে শুশুকটি পাড়ে তুলে আনা হয়। 

এ বিষয়ে কাউনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, আজ সকালে টেপামধুপুর ইউনিয়নের চর গানাই গ্রামের জেলেরা তিস্তায় মাছ ধরতে জাল ফেললে আটকা পড়ে এই শুশুকটি। এসময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় শুশুকটিকে নদী থেকে ডাঙায় তোলা হয়। পরে রশি দিয়ে শক্ত করে শুশুকটির মুখ বেঁধে গ্রামে আনা হলে বহু মানুষ দেখতে ভিড় করেন। 

খবর পেয়ে তিনি স্থানীয় থানার এসআই মাসুদ আর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে দেখেন অনেক আগেই সেটি মারা গেছে। দুপুরে শুশুকটি মাটি চাপা দেওয়া হয়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ