• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারায়ণগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

নারায়ণগঞ্জ: 

 

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হকারদের অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে সদর মডেল থানা পুলিশ।

 

রোববার (১৬ জুন) সকাল থেকে ২নং রেলগেটসহ বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে বসা অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বাংলানিউজকে বলেন, এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, হকার বসার জন্য নয়। এ কারণে, ফুটপাত ও রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। 

এদিন সকাল থেকেই দেখা যায়, সদর মডেল থানা পুলিশের একটি দল অস্থায়ী দোকানগুলো সরিয়ে দিচ্ছেন। যেসব দোকানিকে পাওয়া যাচ্ছে, তাদের দোকান সরিয়ে নিতে বলছেন, পাশাপাশি যাদের পাওয়া যাচ্ছে না, তাদের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

অস্থায়ী ফলের দোকানি কামাল মিয়া বাংলানিউজকে বলেন, এখানে আমাদের দীর্ঘদিনের ফলের ব্যবসা। বাবা ব্যবসা করেছেন, এখন আমি করছি। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ দোকান উচ্ছেদ হওয়ায় খুব বিপদে পড়ে গেছি। যত দ্রুত সম্ভব, অন্য কোথাও দোকান বসানোর ব্যবস্থা করতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ