• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পরমাণু বিদ্যুৎ প্রকল্পে আগ্রহী দ.কোরিয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশ সরকার আগ্রহী হলে এখানে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী তার দেশ। সোমবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাস্ট্রদূত এ কথা বলেন।

সোনারগাঁওয়ে পানাম নগরী ও বড় সর্দার বাড়ি পরিদর্শন করেন রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা রয়েছে। আমাদের পরমাণু প্রযুক্তিও আছে। বাংলাদেশ সরকার আগ্রহী হলে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়া বিনিয়োগে আগ্রহী।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে - (ডিকাব) সদস্যদের নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পানাম নগরী পরিদর্শন করেন। এ সময় ডিকাবের সভাপতি পান্থ রহমান, সাধারণ সম্পাদক এ কেএম মঈনুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ