• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতিবারের মতোই এ বছরও সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) গাজীপুরের আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ মেডিকেল ক্যাম্পেইনে সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন, চক্ষু এবং দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এছাড়াও স্থানীয় প্রায় পাঁচশ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ