• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইরানের সঙ্গে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ মে ২০১৯  

ইরানের সঙ্গে যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র। ইরানের জাতীয় সংসদের শীর্ষ সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান হেশমাতুল্লাহ ফালাহাতপিশে বলেছেন, মার্কিন সরকার ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, তারা শুধু ইরানের বিরুদ্ধে মনস্তাত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে। 

সংসদ সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির সঙ্গে রোববার এক রুদ্ধদ্বার বৈঠকের পর এমন মন্তব্য করেন হেশমাতুল্লাহ।

ইরানের এই সংসদ সদস্য বলেন, মার্কিনিদের আচরণ বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে, তারা ইরানের সঙ্গে সামরিক সংঘাত চায় না বরং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে শুধুমাত্র মনস্তাত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন সরকার এই মনস্তাত্বিক যুদ্ধের সঙ্গে নিষেধাজ্ঞা ও অন্যান্য অর্থনৈতিক চাপ যুক্ত করতে চাইছে।

মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়ানোর কথা উল্লেখ করে হেশমাতুল্লাহ বলেন, দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানে। মার্কিন সেনারা ইরান থেকে বড়জোর ৫শ কিলোমিটার দূরেই অবস্থান করবে। কারণ তারা জানে অন্য কোনা যুদ্ধে তাদের জয় এত সহজ হবে না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ