• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না : মমতা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

ভারতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তীব্র বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক। সর্ব ধর্ম সমন্বয়ই আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না। দেব না। শান্তি রাখতে হবে।’

সোমবার দুপুরের দিকে কলকাতার রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে ফুলের মালা দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জিকার (এনআরসি) বিরোধিতায় পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল সোমবার বেলা ১টায় ময়দানের কাছে রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়। ওই মিছিল যায় জোড়াসাঁকো।

বেলা ২টায় মিছিল গিয়ে পৌঁছায় জোড়াসাঁকোয়। সেখানে পৌঁছে মঞ্চ থেকে জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হন মমতা। ওই দুই ইস্যুতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অশান্তি ছড়িয়েছে। রেল-রাস্তা অবরোধের পাশাপাশি ট্রেনে-বাসে-স্টেশনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা হিংসা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এদিক ওদিক আগুন জ্বালাচ্ছে।’

তিনি বলেন, ‘কেউ দয়া করে ট্রেনে আগুন জ্বালাবেন না। বারবার  বলছি, ট্রেনে আগুন দেবেন না। পোস্ট অফিসে আগুন দেবেন না। রাস্তায় আগুন দেবেন না। যারা আপনার পক্ষে রয়েছেন, তাদের সমস্যা ফেলছেন কেন?’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ