• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারত-পাকিস্তানকে পরমাভারণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নাগরিকত্ব আইন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মঙ্গলবার আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে নতুন এই আইনের সমালোচনা করে বলেন, এটি উপমহাদেশ জুড়ে কেবল শরণার্থী সঙ্কট তৈরি করবে এমন নয়, এই আইন ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দেবে ৷

তবে পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাক প্রধানমন্ত্রীকে তার নিজের দেশের সংখ্যালঘুদের অবস্থার কথা চিন্তা করার পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার জেনেভায় বিশ্ব শরণার্থী সম্মেলনের মঞ্চে কাশ্মীর সমস্যা ও নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তোলেন ইমরান খান। দাবি করেন, ভারতে কয়েক লক্ষ মুসলমান এখন বিপন্ন। তার আংশকা, যে কোনও দিন ভারত ছাড়তে হতে পারে লক্ষ লক্ষ মুসলিম শরণার্থীকে। কিন্তু এসব ভারতীয় সংখ্যালঘুদের জায়গা দেওয়ার মতো অবস্থা পাকিস্তানের নেই বলেও জানান তিনি।

ভারতের এই বিতর্কিত আইনকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাওয়ারও আশঙ্কা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ