• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতের কোথাও আটককেন্দ্র নেই : মোদি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব আইন নিয়ে অব্যাহত বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের কোথাও আটককেন্দ্র নেই, আর কোনো মুসলমানকে এদেশে আটক রাখা হয়নি।

রোববার দিল্লির রামলীলা ময়দানে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার সমাবেশে তিনি এ কথা বলেন।

কংগ্রেস ও এর মিত্ররা মিথ্যা ছড়াচ্ছে দাবি করে মোদি বলেন, ‘কংগ্রেস ও এর মিত্ররা-কিছু শহুরে নক্সাল গুজব ছড়াচ্ছে যে, মুসলমানদের আটককেন্দ্রে পাঠানো হবে। অন্তত আপনাদের শিক্ষার মূল্যায়ণ করুন। অন্তত একটিবার নাগরিত্ব আইনটি পড়ুন’।

তিনি বলেন, ‘এই দেশের মাটির কোনো মুসলমানদের সঙ্গে নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই। দেশের মুসলমানদের কোনো আটককেন্দ্রে পাঠানো হচ্ছে না, আর দেশেও কোনো আটককেন্দ্র নেই। এটা ডাহা মিথ্যা কথা যা জাতিকে দ্বিধাভক্ত করছে’।

মোদি বলেন, ‘নাগরিকত্ব আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না, স্রেফ যারা দীর্ঘদিন ধরে ভারতে বাস করছে তাদেরকে আবেদন করার সুযোগ দেবে এবং এর মাধ্যমে কোনো নতুন শরণার্থী সুবিধা পাবে না’।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ