• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নতুন ম্যাগলেভ ট্রেন নামাচ্ছে চীন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

 রেলপথ প্রতিযোগিতায় বিশ্বে দিনদিন উচ্চ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে চীন। দেশটিতে অন্যতম দ্রুতগতির ট্রেন চলাচলের সুনামও রয়েছে যথেষ্ট। তবু থেমে নেই দক্ষিণ এশিয়া দেশটি। যোগাযোগ ব্যবস্থার আরও অগ্রগতিতে তারা এবার একটি নতুন ফাস্টার জেনারেশনের চালকবিহীন ম্যাগনেটিভ লেভিটেশন ট্রেন লঞ্চ করতে যাচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ২০২০ সালে নতুন উচ্চ প্রযুক্তির ম্যাগলেভ ট্রেন নামাতে চাইছে চীন। যাতে কোনো চালক থাকবে না। স্বয়ংক্রিয়ভাবে চলবে ট্রেনগুলো।

কর্তৃপক্ষ বলছে, যারা দ্রুতগতির নতুন ট্রেন ভ্রমণের স্বপ্ন দেখছেন, তারা রেকর্ড ভাঙা এই ট্রেনগুলো চড়ার জন্য প্রস্তুতি নিতে পারেন।

ট্রেনগুলো হবে মাঝারি কম গতির ম্যাগলেভ। যদিও এখনও বিস্তারিত জানানো হয়নি।

দেশিয় সিআরআরসি জুজুহো লোকেমোটিভস কোম্পানির মাধ্যমে এককভাবে ম্যাগলেভ ট্রেনগুলো বানাচ্ছে চীন।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বলা হয় ম্যাগলেভ ট্রেনকে। যা না-কি শুধু জাপানে আছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ