• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতের সাবমেরিন আটকে দিল পাকিস্তান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা চালায় ভারতের একটি সাবমেরিন। এসময় ওই সাবমেরিনকে আটকে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, পাকিস্তানের নৌবাহিনী বিশেষ দক্ষতা সম্পন্ন। তারা ভারতীয় সাবমেরিনটি খু্বই সফলতার সঙ্গে আটক করে।

পাকিস্তানের নৌবাহিনীর ওই মুখপাত্র আরো বলেন, ভারতের সাবমেরিনটি অত্যাধুনিক প্রযুক্তির। তবে এটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না। কিন্তু পাকিস্তান সরকার শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

২০১৬ সাল থেকে এ নিয়ে দুবার ভারতীয় সাবমেরিনকে রুখে দিল পাকিস্তানি নৌবাহিনী। পাকিস্তানের আঞ্চলিক জলসীমা ১২ নটিক্যাল মাইল। আর সমুদ্রের অঞ্চল বৃদ্ধি পেয়েছে ২৯০,০০০ বর্গ কিলোমিটার।

এর আগে ভারত দাবি করে যে, তাদের আকাশসীমায় ঢুকে পড়া পাকিস্তানি একটি গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। সোমবার রাজস্থানে ড্রোনটি ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ