• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সংকট মোকাবিলায় আমাদেরই মুক্তির পথ বের করতে হবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

গত বছর ঢাকাই ছবির প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমি অভিনীত ‘আমি নেতা হব’, ‘লিডার’,‘নায়ক’, ‘পবিত্র ভালোবাসা’ ও ‘পোস্টমাস্টার ৭১’ নামের ছবিগুলো মুক্তি পায়। ছবিগুলোর মধ্যে মোটামুটি ব্যবসা করে ‘আমি নেতা হব’ সিনেমাটি। এ বছরও তার অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন হাসিবুল ইসলাম হাবিব।

এতে মৌসুমির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটির মুক্তির পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান এই চিত্রনায়িকা। চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা চলচ্চিত্রের নতুন কাজ, চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন।

নতুন ছবির কাজ কবে শুর করছেন?

‘নতুন কয়েকটি ছবির বিষয়ে কথা হচ্ছে। আগামী ২-১দিনের মধ্যে তা চূড়ান্ত হবে। সেটা আমি জানাবো। আর আমি বরাবরই ভালো কাজের জন্য অপেক্ষা করছি।’ বছরের দু-মাস হয়ে গেল একটি ছবি মুক্তি পেয়েছে,

দর্শকদের জন্য নতুন আর কী আসছে?

বিজ্ঞাপনচিত্র, স্টেজ শো ও পণ্য প্রচারের কিছু কাজ করছি। নতুন বছরে নতুন কোনো কাজ কি করেছেন ? উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। এ দিবসকে ঘিরে একটি ভিডিওচিত্রে কাজ করলাম। এর নাম ‘লাইজু’। এটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। আরও সিনেমায় কাজের জন্য কথা হচ্ছে। সেটা অবশ্য সময়ে দর্শকরা দেখতে পারবেন।

বর্তমান সময়ে চলচ্চিত্রের সংকট সময় যাচ্ছে, মুক্তির উপায় কি আছে?

সংকট মোকাবিলায় আমাদেরই মুক্তির পথ বের করতে হবে। এখন আমাদের যে সমস্যাটা তৈরি করছে তা হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে হাতের মুঠোয় বিনোদন পাওয়ায় সংকটের তৈরি হয়েছে। তবে এর থেকে পরিত্রাণও হবে। আমরা যদি ভালো গল্প, দেশের হলগুলো আধুনিকায়ন করে তাহলে অব্যশই আমাদের চলচ্চিত্রের সংকট কাটবে। ঢাকায় সিনেপ্লেক্স থাকলে শুধু হবে না সারাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ভালো প্রযুক্তির উন্নত মানের সিনেমা হল দরকার। হয়তো সামনে বাস্তবায়ন হবে। তখন আর চলচ্চিত্রের সংকট থাকবে না। প্রযোজকরাও সিনেমা নির্মাণের পর চিন্তিত হয়ে পড়বেন না।

শোনা যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে যাচ্ছেন?

আমি এ বিষয়ে এখনও মোটেও প্রস্তুত না। আমি বিষয়টি নিয়ে এখনও কারও সাথে কোনও কথাও বলেনি। আমি এবার নির্বাচন করব কি না, তা এখনো ঠিক হয়নি। এখনো সময় আছে, করতেও পারি।

সামনে মৌসুমী অভিনীত ‘নোলক’ নামে একটি ছবি মুক্তি পাবে। এ ছবিতে ওমর সানীর বিপরীতে দর্শকরা আপনাকে কিভাবে দেখতে পাবেন?

আসলে দর্শকরা সিনেমা হলে একটা জুটির রসায়ন দেখতে চাই। দর্শকদের ভালোলাগার বিষয়টি ভেবে আমরা এই ছবিতে অভিনয় করেছি।দর্শকরা সিনেমাটি দেখে হতাশ হবেন না। আশাকরি দর্শকদের এই ছবিটি ভালো লাগবে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ