• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভেজাল ওষুধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ। চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী বাংলা কারডিয়াক-২০১৯ সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, 'ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনার সময় রোগীকে ওষুধের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কেনার পরামর্শ দিন। এতে করে আপনাদের কয়েক মিনিট সময় বেশি যাবে। তবে এটা আমাদের সকলের ভালোর জন্য করা উচিত।'

বাজারে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের ওষুধ যেন না প্রবেশ করতে পারে সে জন্য চিকিৎসকদের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ