• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিল নামে সূতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার ঝাউগড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জাহিন স্পিনিং মিলের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, সূতা উৎপাদনের মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার আশপাশের সূতা ও তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিরাপদে সরিয়ে আনে। 
খবর পেয়ে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও প্রায় ১১ কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনে অতিরিক্ত তাপে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ