• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঝালকাঠিতে হতদরিদ্রদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের প্রভাবের কারণে জরুরি খাদ্য সংকট মোকাবিলায় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের উদ্যোগে শতাধিক বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স এলাকায় কর্মহীন এসব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের প্রভাবের কারণে নিম্ন আয়ের মানুষ অসহায় দিনযাপন করছেন। সেসব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াচ্ছে জেলা পুলিশ। এছাড়া জেলার চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও নিজ নিজ এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ