• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার পিইসি-জেএসসি হচ্ছে না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

করোনা পরিস্থিতি বিবেচনায় চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না। একই সঙ্গে বাতিল করা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। করোনা পরিস্থিতির কারণে এই দুই পরীক্ষা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। 

গত সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউস, শিক্ষা সচিব মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেনের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

জানা গেছে, সমাপনী পরীক্ষা না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই ফলের ওপর ভিত্তি করে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেয়ার চিন্তা আছে। 

অন্যদিকে এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে, সেপ্টেম্বরের কোনো একটি সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা নেওয়া হতে পারে। এছাড়া বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের কীভাবে পরবর্তী শ্রেনীতে উন্নীত করা হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ