• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সড়ক দুর্ঘটনায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

মোটরসাইকেলে করে কুয়াকাটা যাওয়ার পথে বাস চাপায় ঢাকা ও জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে এ সড়ক দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহাসিন (২৪) ও  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান অপু (২৩)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০ ছাত্র ভ্রমণের উদ্দেশে টিভিএস কোম্পানির ১৬টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বুধবার রাতে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হয়। মোটরসাইকেল বহরটি বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বিএমএফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অপু মারা যায় এবং মহাসিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপারপালিয়ে গেছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ