• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পুরান ঢাকার সব রাসায়ণিক গোডাউন সরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোনো কিছু সিস্টেমে আনতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা জানেন নিমতলী ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নেন। তখন সরিয়ে নেয়া হলেও আবার এগুলো চলে আসছে। যদি আমাদের সহযোগিতা চান আমরা ব্যবস্থা নেবো ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যাতে সরিয়ে নেওয়া হয়, এ ব্যাপারে সিটি মেয়র কাজ করছেন।

এদিকে পুরোনো ঢাকা থেকে যে কোনো মূল্যে রাসায়নিক দ্রব্যের সব গোডাউন সরানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র সঈদ খোকন। তিনি সাংবাদিকদের জানান, পুরান ঢাকায় ক্যামিক্যালের গোডাউনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়ার ২ দিনে, মধ্যে এই ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, পুরান ঢাকা থেকে ক্যামিক্যাল গোডাউন উচ্ছেদ করার জন্য নগর কর্তৃপক্ষ দৃড়ভাবে প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহয়তা ও সহযোগিতা কামনা করছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ