• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার কুমিল্লায় জমজ নবজাতকের নাম রাখা হলো পদ্মা-সেতু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুন ২০২২  

নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লায় দুই জমজ নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। পদ্মা সেতুর সাথে দুই নবজাতকের নাম স্মরণীয় করে রাখতে এ নামকরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদ্মা ও সেতু বরুড়া উপজেলার শশইয়া এলাকার মো. সোহাগ মিয়া ও ঝুমুর আক্তার দম্পতির সন্তান।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২১ জুন) নরমাল ডেলিভারিতে দুই নবজাতকের জন্ম হয়। দুই জনের নাম ‘পদ্মা’ ও ‘সেতু’ রাখার খবরে দিনভর হাসপাতালে ভীড় করে উৎসুক জনতা। হাসপাতালের পক্ষ থেকে দম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণপদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ
নবজাতকদের বাবা মো. সোহাগ মিয়া বলেন, ‘পদ্মা সেতু আমরা টিভিতে দেখেছি। এ সেতু আমাদের দেশের গৌরব। তাই আমার দুই সন্তানের নাম ‘পদ্মা’ ও ‘সেতু’ রেখেছি। তাদের সুস্থতায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান সোহেল বলেন, ‘ঝুমুরকে হাসপাতালে আনার পর আমরা নরমাল ডেলিভারির চেষ্টা করি, এতে সফল হই। তাদের জন্মের পরই নাম রাখতে বলে বাবা-মা, আমি তাদের ‘পদ্মা’ ও ‘সেতু’ নাম রাখতে বলি। জন্মের পর, নবজাতকদের ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেওয়া হয়। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, ‘পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। তারা আজীবন দেশের যেকোনও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে কোনও ফি ছাড়াই সেবা নিতে পারবে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ