• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পদ্মা সেতু অর্থনীতির প্রবৃদ্ধিতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

সাবেক সিনিয়র সচিব ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘গৌরবের পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু। এই সেতু বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে। স্বপ্নের সেতু নির্মিত হওয়ায় রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা। গোটা দেশই এই সেতুর সুফল ভোগ করবে। তবে ওই ২১ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা সেতু হবে বড় নিয়ামক।’

গৌরবের পদ্মা সেতু: একটি সফল বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  আয়োজনে শনিবার (২ জুলাই) বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘সময় ও কথা’। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান।

এ সময় পদ্মা সেতুকে বাংলাদেশের সক্ষমতার প্রতীক ও উন্নয়ন অগ্রগতির মাইলস্টোন হিসেবে উল্লেখ করে সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেন, ‘নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের মেগাপ্রকল্প বাস্তবায়নের একটি প্রতিকৃতি। যার রূপরেখা ও সাহসী পথ ধরে এগিয়ে যাবে অন্যান্য মেগাপ্রকল্পগুলোও।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সময় ও কথা’র সম্পাদক সাজিদ হাসান সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এনায়েত উদ্দিন মো. কায়সার খাঁন এবং টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ