• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রামপুরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রামপুরা চৌধুরীপাড়ার আবুল হোটেলের কাছে অবস্থিত ওই গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীদের বিক্ষোভের কারণে রামপুরা-চৌধুরীপাড়া সড়কে সকালে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে চলে এ কর্মসূচি। এসময় সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হতে থাকে যান চলাচল।  

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন জমা পড়েছে। বেতন দেওয়া হবে বলে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। আজ সকাল ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে আসেন তারা। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে কর্মসূচি চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ