• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিশ্ব ডিম দিবসে বরিশালে শোভাযাত্রা ও সভা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ শ্লোগান নিয়ে বরিশালেও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে অঅজ শুক্রবার সকাল ১০ টায় বরিশাল সর্কিট হাউজ চত্ত্বর থেকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নরুল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

পরে বরিশাল বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়সহ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্নকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান ও সাবেক প্রানী সম্পদ কর্মকর্তা ডা. একরামুল করীম চৌধুরী।

এছাড়া জেলার বিভিন্নস্থানে কর্মরত ভেটেরিনারি কর্মকর্তা ও পোল্ট্রি ব্যবসায়ীরা আলোচনা সভায় তাদের ডিম উৎপাদনের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম বলেন, গত অর্থ বছরে বরিশাল জেলায় ১৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ১৭৪টি ডিম উৎপাদন হয়েছে। তিনি ডিমের উৎপাদন আরও বাড়াতে নানা পমামর্শ দেন খামারিদের। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ