• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯  

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, রেজিস্ট্রেশন বিহীন একটি এফ জেড মোটর সাইকেল যোগে দুই যুবক গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়। 

কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত দুই যুবকের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে। তাদের একজন আলী মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং অন্যজন পাখি মিয়ার ছেলে মো. মনির হোসেন মিয়া (৩৫)। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, রেজিস্ট্রেশন বিহীন একটি এফ জেড মোটর সাইকেল যোগে দুই যুবক গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়। 

কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত দুই যুবকের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে। তাদের একজন আলী মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং অন্যজন পাখি মিয়ার ছেলে মো. মনির হোসেন মিয়া (৩৫)। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ