• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সেই অসহায় বীরাঙ্গনার পাশে দাঁড়ালেন ইউএনও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

ধুঁকছেন বীরাঙ্গনা রওশনা আরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রবিবার রাতেই সেই অসহায় বীরাঙ্গনা রওশন আরা বেগমের বাড়িতে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাকে সহায়তা করেন।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতি গ্রামে অসহায় রীরাঙ্গনা রওশন আরা বেগম বার্ধক্য এবং বিভিন্ন রোগে আক্রান্ত। বিভিন্ন রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছে। টাকার অভাবে ভালো ডাক্তার পর্যন্ত দেখাতে পারছেন না। 

সংবাদটি নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের দৃষ্টিগোচর হলে তিনি রাতেই অসুস্থ্য বীরাঙ্গনার বাড়িতে যান। তার শরীরের খোঁজ খবর নেন। ফুল দিয়ে সুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁকে শীত নিবারণের জন্য দুটি কম্বল এবং চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা উপহার হিসেবে দেন। উপজেলা পর্যায়ে যেটুকু সহযোগিতা করা সম্ভব তার সবটুকু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. ইনায়েত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. ওয়াহিদুজ্জামান ও কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, বীর মুক্তিযোদ্ধা মো. জাফর আলী মৃধা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ