• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষককে হুমকি, শিক্ষার্থী আজীবন বহিষ্কার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ায় এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৭-১২-২০১৯) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ (বশেমুরবিপ্রবি/র/একা/৪১/১৩৪৪/(১৫) থেকে জানা যায় বিগত ১২-১২-২০১৯ তারিখে ইটিই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এস এম ওলিউলাহ কর্তৃক অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরু আলমকে পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য প্রণীত বিধি অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করে।

এর আগে মঙ্গলবার (১৭-১২-২০১৯) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষকবৃন্দ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমকে মোবাইলফোনে দুই দফায় পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে এস এম ওলিউলাহ। পরবর্তীতে তিনি (খসরুল আলম) রেজিস্ট্রার বরাবর হুমকির কথা উল্লেখ করে তার (শিক্ষার্থী) শাস্তি চেয়ে আবেদন করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ