• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানী থানা ব্যারাকে পুলিশ সাব ইন্সপেক্টরের আত্মহত্যা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

গোপালগজ্ঞের কাশিয়ানী থানা ব্যারাকে রোকনুজামান (২৫) নামে পুলিশ সাব-ইন্সপেক্টরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ ১৩ এপ্রিল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী ওই এসআই-এর পিতার নাম আব্দুর রাজ্জাক। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামে।

সমর্থিত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে থানা কোয়ার্টারের সিড়ির কাছের রডের সাথে তাকে ঝুলতে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এস.আই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন বলে এস.আই আলমগীর কবীর জানিয়েছেন।পরে তাকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

তিনি আরো জানান, কি কারণে সে আত্মহত্যা করেছে তা তারা বুঝতে পারছেন না। তার স্ত্রী রয়েছে বলেও তিনি জানান। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন এস.আই আলমগীর কবীর

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান নবধারা কে বলেন, পারিবারিক কারণে এসআই রোকনুজ্জামান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিয়ষটি তদন্ত করতে পুলিশের কয়েকটি তদন্ত ইউনিট এখন কাশিয়ানীতে অবস্থান করছে।

লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ