• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়া ধান কাটতে কৃষকের পাশে নারী কৃষানীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৪ হাজার ৯ শত ৪৫ হেক্টর জমিতে বোরোধান হয়েছে। করোনার ভাইরাসের কারনে কৃষক সংকটে পড়ছে চাষিরা । এবার সেই কৃষকের ধান কেটে দিলো নারী কৃষারীরা।

আাজ শুক্রবার ১০টায় উপজেলার বেতকাছিয়া মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ নেতৃত্বে ৩০জন কৃষাণীরা এক অসহায় কৃষকের ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেন।

এ সময় মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর উপদেষ্টা প্রানজুরান বাড়ৈ, শিউলী মধু,পাষ্টার ডমিনিক হালদার সহ স্থানীরা উপস্থিত ছিলেন ।

মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ বলেন, এরা এলাকার শ্রমজীবী মহিলারা, ঐকবদ্ধ রয়েছে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড করেছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ