• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় উপজেলা হেলিপ্যাডে, কাশিয়ানী উপজেলা সদরে এবং মুকসুদপুর উপজেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, তিন কেজি ডাল, তিন কেজি তেল, এক কেজি লবণ এবং দুই কেজি চিনি।

১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, মেজর মো. তানজীর আহম্মদ, মেজর তানভীর আহম্মদ, ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, ক্যাপ্টেন শাহ-ই-মাশরুর রামীম এবং লে. সাদাফ আবরার রাইয়ান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ