• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিল ঢাকা ক্লাব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

করোনা মহামারির কারণে অক্সিজেন সংকট নিরসনে গোপালগঞ্জে করোনা রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছে ঢাকা ক্লাব লিমিটেড। ঢাকা ক্লাবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক অনুষ্ঠানে গোপালগঞ্জ সিভিল সার্জনের পাঠানো প্রতিনিধির কাছে এগুলো হস্তান্তর করা হয়।

ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ আশিস সৈকত, ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য তানভীর আহম্মদ মিকি, মোহাম্মদ আলী দ্বীন, আবু মোহাম্মদ সাদাত অমি, আমিনুর রেজা খান দুলাল, এসএম সাজ্জাদ হোসেন, গোপালগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শেখ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা ক্লাবের সদস্য মো. সিদ্দিকুর রহমানের সৌজন্যে অক্সিজেন সিলিন্ডারগুলো দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান বলেন, ১৩০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান (ঢাকা ক্লাব) সব সময় দেশের সব ধরনের দুর্যোগে পাশে থেকেছে। প্রায় দেড় বছর ধরে করোনার সংকট চলছে। এ সময়েও সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে ঢাকা ক্লাব মানুষের পাশে থেকেছে। এরই ধারাবাহিকতায় আজকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম এখানেই শেষ নয়। ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ