• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সরঞ্জামাদি দিল এমপি নার্গিস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২১  

করোনা মহামারির কারণে অক্সিজেন সংকট নিরসনে গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সরঞ্জামাদি দিয়ে সহযোগীতার হাত বাড়িয়েছেন গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস রহমান।

আজ দুপুরে তিনি কাশিয়ানী ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: তাপস বিশ্বাস এর কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন। সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১০টি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপিই ও হ্যান্ড-স্যানিটাইজার।

এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, এ্যাসিল্যান্ড সাদিয়া শাহানাজ তমা, কাশীয়ানী থানার ওসি মো: আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, সোহাগী রহমান মুক্তা, আনোয়ার হেসেন আনু, এম রফিকুল ইসলাম সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: ওমর আলী ও সুব্রত কুমার সাহা।

গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস রহমান বলেন, গোপালগঞ্জে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে। তাই করোনা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সরঞ্জামাদি দিয়ে তাদের পাশে দাড়াতে চাই। এর আগে তিনি গোপালগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ