• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ব্রি-৪৮ জাতের আউশ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার হরিনাহাটি গ্রামের গোবিন্দ মন্দির চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ দিবসটির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃতিবাস পান্ডে, ইউপি সদস্য আব্দুল রহিম শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি হালদার বক্তব্য রাখেন। #

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ