• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ মে ২০২২  

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে অনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজ শুক্রবার (২৭ মে) সকালে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্যা ও স্ব-স্ব রিটারনিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এর আগে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরা তারদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে হাজির হন। এসময় আনন্দগণ পরিবেশ সৃষ্টি হয়।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাজী লিয়াকত আলী (মোবাইল), রেজাউল হক সিকদার রাজু (চামচ), জি এম সাহাবুদ্দিন আজম (কেরাম বোর্ড), মৃনাল কান্তি রায় চৌধুরী (জগ), শেখ রকির হোসেন (নারকেল গাছ), মুশফিকুর রহমান লিটন (ইস্ত্রি), দিলীপ কুমার সাহা দীপু (কম্পিউটার) এস এম নজরুল ইসলাম নতুন (হেলমেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: দিদারুল ইসলাম (হাত পাখা) ও মো. আবুল ফত্তাহ সজু (রেল ইঞ্জিন)।

মুকসুদপুর পৌর নির্বাচনে আতিকুর রহমান মিয়া (নৌকা), ‌আশরাফুল আলম শিমুল (জগ), আহজ্জাদ মহ‌সিন খিপু (মোবাইল), সাজ্জাদ ক‌রিম মন্টু (চামচ), সাইফুদ্দীন সরদার বিদ্যুত (নারিকেল গাছ)।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন।

অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ