• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে অনুদানের চেক বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে ৭৫১ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১৮ হাজার করে মোট ১ কোটি ৩৫ লাখ ১৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা প্রমুখ। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোশারফ হোসেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ