• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পর্যবেক্ষকদের ইসি সচিব

প্রশ্নবিদ্ধ কাজ করলে নিবন্ধন বাতিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

আসন সংসদ নির্বাচনের সময় ১১৮টি সংস্থা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। এসব সংস্থার প্রতিনিধিদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ সকালে এ তথ্য জানান। ব্রিফিংয়ে সচিব জানান, নির্বাচন কমিশনের (ইসি) পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করে পর্যবেক্ষকদের কাজ করতে হবে। তিনি বলেন, নীতিমালার বাইরে গিয়ে কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কোনো প্রতিষ্ঠান এমন কোনো কর্মকাণ্ড করলে সেই সংস্থার নিবন্ধন বাতিল করা হবে। পর্যবেক্ষকেরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন না এবং মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারবেন না। তিনি তাঁর লিখিত রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইসিতে জমা দেবেন। 
এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব হেলালুদ্দীন। তিনি বলেন, এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো সব দলের অংশগ্রহণ। নির্বাচনের কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ