• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আজ থেকে সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে ইসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

আজ থেকে সোশ্যাল মিডিয়া মনিটর করবে নিবার্চন কমিশন (ইসি)। রোববার নিবার্চনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া যেন নিবার্চনকেন্দ্রিক ব্যবহার না হয়, কোনো প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, এজন্য প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও সোমবার থেকে মনিটরিং করবো। এ জন্য আইসিটি কমর্কতাের্দর সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে।’ কেউ যদি প্রোপাগান্ডা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এক্ষেত্রে আমরাও দেখবো, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যেন নিবার্চন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে, তা প্রচার করা হবে। জাতীয়-আন্তজাির্তকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।’ এর আগে নিবার্চন ভবনে অনুষ্ঠিত ইসি সচিবের সঙ্গে বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট সংস্থা, দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ