• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ছে খেলাফত মজলিসও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিয়ে দলীয় অবস্থান ব্যক্ত করতে আজ সংবাদ সম্মেলনে আসছে জোটের শরিক খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলবেন দলটির শীর্ষ নেতারা। মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল বলেন, সংবাদ সম্মেলনে আগে আমাদের দলের বৈঠক আছে। সেখানে জোটে থাকা, না থাকার বিষয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। পুরানা পল্টনের কালভার্ট রোডে সিগাল রেস্টুরেন্টে ব্রিফিং করা হবে।

মজলিস সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক বলেন, বৈঠক সবার মতামতে সিদ্ধান্ত হবে। আমারা ২০ দলীয় জোটে থাকব নাকি বেরিয়ে আসব। আসলে দীর্ঘদিন তো ২০ দলীয় জোট নিষ্ক্রিয় হয়ে আছে।

এর আগে ২০১৬ সালের ৭ জুন ২০ দলীয় জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। সবশেষ গত ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ