• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

উজান থেকে ধেয়ে আসা পানির স্রোতের কারণে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পারাপারের অপেক্ষায় আছে সহস্রাধিক যানবাহন।

বুধবার সকাল থেকে স্রোতের প্রকোপ বাড়তে থাকলে যানবাহন পারাপারের বাধাগ্রস্ত হয় ছোট ছোট ফেরিগুলো। তাই রো রো ও কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।

 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া (মাওয়া) উপ-মহাব্যবস্থাপক নাছির মোহাম্মদ চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরে নদীতে স্রোতের প্রকোপ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। আজ সকালে স্রোতের প্রকোপ বাড়তে থাকায় লৌহজং ট্রানিং পয়েন্ট দিয়ে ফেরি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। তাই অল্প সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে।

Navigation

তিনি আরও জানান, লৌহজং চ্যানেলের পাশাপাশি বিকল্প আরেকটি চ্যানেল তৈরি করার কথা ছিল। তবে তা এখনও হয়নি। আগামী ঈদের আগে নতুন চ্যানেলটির কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয় ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, ফেরি সীমিত আকারে চলাচলের কারণে ঘাট এলাকায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তাই বিকল্প পথ দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য যানবাহনগুলোকে বলা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ